গুয়ানতানামো বন্দিদের বিশেষ খাবার
পবিত্র ঈদ উপলক্ষে গুয়ানতানামো বন্দি শিবিরে আটক ব্যক্তিদের বিশেষ খাবার দেয়ার প্রস্তুতি চলছে। এ বছর পবিত্র রমজানে বন্দিদের বেশির ভাগই দীর্ঘ সময় অনশন পালন করেন। রোজা শেষে তাদেরকে বিশেষ খাবার প্রস্তুতি নিচ্ছিলেন কর্মকর্তারা। তাদেরকে ভেড়ার মাংস, রুটি, খেজুর ও মধু দেয়া হয় রোজার শেষে। বৃহস্পতিবার তাদেরকে বিশেষ খাবার দেয়ার কথা। ঈদুল ফিতরে তাদেরকে ঘন্টাব্যাপী নামাজ আদায়ের সুযোগ দেয়া হয়। এক কর্মকর্তা বলেছেন, তারা আশা করছেন ঈদুল ফিতরের বিশেষ এই খাবার ১৬৬ বন্দি গ্রহণ করবে।