আইএস বিরোধী হামলায় সৌদী নারী পাইলট
সংযুক্ত আরব আমিরাতের প্রথম নারী পাইলট সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অংশ নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি। ওই নারী পাইলটের নাম মেজর মরিয়ম আল মানসুরি। আইএস ঘাঁটিতে চালানো মঙ্গলবারের বিমান হামলায় তিনি অংশ নিয়েছেন বলে বিশ্ব গণমাধ্যমগুলোয় খবর প্রচারিত হচ্ছে। এমন খবরের পর মরিয়মের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে গত জুনে এফ-১৬ যুদ্ধবিমানে মরিয়ম বসে আছেন- এই ছবিটি। উল্লেখ্য, একই হামলায় অংশ নিয়েছেন সৌদি প্রিন্স খালিদ বিন সালমানও।