বাংলাদেশকে ৩০ লাখ ডলার দেবে ইউএনডিপি
ব্যবস্থাপনা উন্নয়নে বাংলাদেশকে ৩০ লাখ ডলার আর্থিক সহায়তা দেবে জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি-২ সম্মেলন কক্ষে ইউএনডিপি ও সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এক চুক্তি সই হয়।
‘নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রকল্পে এই অর্থায়ন করবে ইউএনডিপি।
ইউএনডিপির পক্ষে কান্ট্রি ডিরেক্টর পাউলিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির পক্ষে অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম চুক্তিতে সই করেন।