যৌন কেলেঙ্কারির দায়ে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
যৌন কেলেঙ্কারির দায়ে ব্রিটিশ ইহুদি মন্ত্রী ব্রুকস নিউমার্ক শনিবার পদত্যাগ করেছেন। তিনি ছিলেন সিভিল সোসাইটি বিষয়ক মন্ত্রী। এর ফলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য নতুন সমস্যার সৃষ্টি হলো। তিনি ইতোমধ্যে এই মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
৫৬ বছর বয়স্ক, বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক ব্রুকস নারী অ্যাক্টিভিস্ট পরিচয়দানকারী এক পুরুষ সাংবাদিকের কাছে অনলাইন নগ্ন ছবি পাঠিয়েছিলেন।
২০০৫ সাল থেকে পার্লামেন্টে থাকা ব্রুকস বলেন, পত্রিকায় প্রকাশিত একটি কাহিনী জানার পর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সানডে মিরর জানায়, তিনি নারী অ্যাক্টিভিস্ট পরিচয়দানকারী এক পুরুষ ফ্রিল্যান্স সাংবাদিকের বেশ কয়েকবার পাজামা পরা যৌনকাতর ছবি পাঠিয়েছিলেন। এছাড়া তিনি তার সাথে সাক্ষাত করার আশাও প্রকাশ করেছিলেন।
শনিবারই ক্ষমতাসীন রক্ষণশীল দলের এক এমপি পদত্যাগ করেছিলেন। একই দিনে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগে প্রধানমন্ত্রী ক্যামেরনের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।