৪০ বছর পর গ্রিক সাইপ্রাসের মসজিদে নামাজ

Mosqueগ্রিসের অধীনে থাকা দক্ষিণ সাইপ্রাসের একটি মসজিদে প্রায় ৪০ বছর পর নামাজ আদায় করলেন তুর্কি সাইপ্রাসের মুসলিমরা। তুর্কি সাইপ্রাসের ধর্মবিষয়ক বিভাগের প্রধানের নেতৃত্বে গত শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন একদল তুর্কি মুসলিম।
উল্লেখ্য, ভূমধ্যসাগরীয় ছোট্ট দ্বীপ সাইপ্রাস দুই ভাগে বিভক্ত। এর উত্তরাংশ তুর্কি মুসলিম অধ্যুষিত এবং ‘টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস’ (টিআরএনসি) নামে পরিচিত। তুরস্ক উত্তর সাইপ্রাসকে স্বাধীন দেশ বলে স্বীকৃতি দিয়েছে। তবে, আর কোনো দেশ স্বীকৃতি দেয়নি। অন্যদিকে, গ্রিসের অধীনে রয়েছে সাইপ্রাসের দক্ষিণাঞ্চল। এটি মূলত খ্রিস্টান অধ্যুষিত।
১৯৭৪ সালে সাইপ্রাসে গ্রিস সেনা অভিযান চালালে মূলত দ্বীপটির দুই অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর সাইপ্রাসকে একত্রিত করার জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা চালানো হলেও তা বাস্তবায়ন করা যায়নি। এরপর থেকে প্রায় ৪০টি বছর পার হয়ে গেছে। অবশেষে দক্ষিণ সাইপ্রাস অর্থ্যাৎ গ্রিক সাইপ্রাসের খ্রিস্টান আর্চবিশপ দ্বিতীয় ক্রিসোসটোমাসের আমন্ত্রণে সেখানে যান তুর্কি সাইপ্রাসের ধর্মবিষয়ক প্রধান প্রফেসর ড. তালিপ আতালেই। পঞ্চদশ শতকে উসমানীয় খিলাফতের সময় নির্মিত ‘কেবির’ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন তিনি। মসজিদটি নির্মাণ করেছিলেন সাইপ্রাসের তখনকার প্রশাসক মেহমেদ বে আবু বাকির। কেবির মসজিদে নামাজ আদায় করতে পেরে তুর্কি সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রফেসর ড. তালিপ। এ ছাড়া সাইপ্রাসের মধ্যে চলমান জটিলতার মধ্যস্থতাকারী সুইডেনেরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button