ইউনাইটেড এয়ারওয়েজের তদন্তে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে  তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বিএসইসির পরিচালক আবুল কালামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। কমিটির অন্য দুই সদস্য হলেন, বিএসইসির সদস্য নজরুল ইসলাম ও আল মাসুম মৃধা।
গঠিত এ কমিটি প্রতিষ্ঠানটির পুরো ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করবে।    প্রতিষ্ঠানটির ফ্লাইট কার্যক্রম বন্ধ হওয়া, নতুন পরিচালনা পর্ষদ, আবার ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসা এবং বর্তমানে পুঁজিবাজারে লেনদেনের শেয়ারের দরপতনের বিষয়টি খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
আগামী ২১ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, ফ্লাইট পরিচালনায় অর্থাভাবের কারণে গত ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইউনাইটেডে এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু দুই দিন পর শনিবারে আবারও প্রতিষ্ঠানটির ফ্লাইট কার্যক্রম চালু হয়।
অব্যবস্থাপনার অভিযোগে গত ২২ সেপ্টেম্বর পরিচালকদের চাপের মুখে ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button