ইরাকে ব্রিটিশ বিমান হামলা শুরু
ইরাকে আইএস যোদ্ধাদের ওপর হামলা চালাতে গিয়ে প্রথম মিশনেই ব্যর্থ হয়েছে ব্রিটিশ বিমানবাহিনী। বোমাবর্ষণ ছাড়াই ফিরেছে তাদের যুদ্ধবিমান। ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের পর শনিবার প্রথমবারের মতো ইরাকে হামলা চালাতে গিয়ে যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ ছাড়াই সাইপ্রাসের বিমান ঘাঁটিতে ফিরে আসে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) টর্নেডো জিআর-৪ যুদ্ধবিমানগুলো লোড করা লেজার গাইডেড বোমা নিয়েই সাইপ্রাসের আরএএফ অ্যাক্রোতিরি ঘাঁটিতে ফিরে আসার মধ্যদিয়ে তাদের সাত ঘণ্টার অভিযান শেষ করে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘যুদ্ধবিমান বিমানগুলো বোমাবর্ষণ করবে এমন কোনো লক্ষ্যবস্তু অভিযানে নির্দিষ্ট করা যায়নি। তবে এই অভিযানে পাওয়া তথ্য পরবর্তী বিমান হামলা এবং ইরাকি বাহিনীর স্থল অভিযানে ব্যবহার করা যেতে পারে।’
প্রসঙ্গত, শুক্রবার পার্লামেন্টে এক ভোটাভুটিতে ইরাকে স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএস যোদ্ধাদের অবস্থানে বিমান হামলার অনুমোদন দেন অধিকাংশ ব্রিটিশ এমপি।