ব্রিটেনে এক লাখ নতুন বাড়ি নির্মাণ করা হবে
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধান নির্বাচনি ইস্যু হিসাবে ইংল্যান্ডে এক লাখ নতুন গৃহ নির্মাণের অঙ্গিকার করেছেন। তিনি বলেন টোরিরা আগামী নির্বাচনে জয়ি হতে পারলে ৪০-বছর বয়সের নিচে প্রথম বারের ক্রেতাদের ২০ শতাংশ কমিশনে এক লাখ নতুন বাড়ি প্রদান করা হবে।
‘প্রপার্টি ওনিং ডেমক্রেসি’র দল হিসাবে টোরিদের থ্যাচারিয় সুনাম আবারো জাগ্রত করা প্রচেষ্টা হিসাবে প্রধানমন্ত্রী বলেন “ আগামী পার্লামেন্টে যুব সম্প্রদায়ের জন্য ইংল্যান্ডে ১,০০০০০ নতুন বাড়ি নির্মাণ করা হবে।
ক্যামেরন ডেইলি মেইলকে বলেন ২০% কমিশনে বিক্রিতব্য বাড়িগুলি কতিপয় ট্যাক্সমুক্ত ও জিরো কার্বন হোমস মানের হবে। প্রথম বারের ক্রেতারা কমপক্ষে ৫% জমা দিয়ে ২০% ঋন নিয়ে মর্টগেজ স্কিমের সহায়তা পাবেন।
ক্যামেরন বলেন, আমরা চাই আরো যুবক তাদের স্বপ্নের একটি বাড়ির মালিক হোক এবং এই লক্ষে আমরা যুবকদের জন্য এক লক্ষ নতুন বাড়ি নির্মাণ করবো।