হজের আনুষ্ঠানিকতায় প্রস্তুত সৌদি আরব

Hajj২০১৪ সালের হাজিদের পূর্ণ নিরাপত্তা সহকারে হজ পালনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার। আগামী ৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হওয়া ৫ দিনের আনুষ্ঠানিক হজ সম্পাদনে বিশেষ নিরাপত্তা দেবে সৌদি সরকার।
গতকাল রবিবার এক বিবৃতিতে পবিত্র মক্কার গভর্ণর প্রিন্স মিশাল বিন আবদুল্লাহ বলেন, সৌদি আরবের সমস্ত সরকারী বিভাগ এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হজ যাত্রীদের সেবা দিয়ে যাবে। এ বছর প্রায় ৩ মিলিয়ন হাজি হজ পালন করবেন। হাজীরা পূর্ণ নিরাপত্তাসহকারে হজ পালন করতে পারবেন। দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি বিভাগ সঠিক ও সুষ্ঠুভাবে হজ পালনে সার্বিক সহযোগিতার জন্য মনিটরিং সেল খুলে প্রায় ১৫ হাজার কর্মী নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।
এদিকে পবিত্র হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সি বিভাগের প্রধান শাইখ আবদুর রহমান আল সুদাইস বলেছেন, হাজিগণ পবিত্র কাবা ঘরে নামাজ আদায় করার জন্য সদ্য প্রসারিত অংশ ব্যবহার করতে পারবেন। এ লক্ষে পবিত্র হারামের আশ-পাশের বিস্তৃত এলাকা সমপ্রসারণের কাজ শেষ করে অতিদ্রত খুলে দেয়া হবে।
তিনি বলেন, আরাফাত, মিনা ও মুজদালিফায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৫০ হাজারেরও অধিক বিশেষ নিরাপত্তা বাহিনীসহ স্বাস্থ্য সেবা দানকারী ও পরিস্কার পরিচন্ন কর্মী। কোরবানী পশু জবাই ও সংরক্ষনের জন্য মক্কার পৌরসভার একটি টিম বিশেষভাবে প্রস্তুত রয়েছে।
এদিকে ৬৮ টি মোবাইল ইউনিটসহ প্রায় ১০০ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button