জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সৌজন্য বৈঠকে নির্বাচন নিয়ে কোন কথা হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব এক বাণীতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহবান জানিয়েছিলেন। বৈঠকে এ বিষয়ে কোন কথা বলেছেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন এবং মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে কেন কথা হয়নি। বরং জাতিসংঘ মহাসচিব ৫ই জানুয়ারির নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। বিশ্বাস না হলে আপনারা জাতিসংঘ মহাসচিবকে জিজ্ঞাসা করে নিতে পারেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।
নিউ ইয়র্ক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় নেতার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিন্তা ও সীমান্ত সমস্যাসহ অন্যান্য অমীমাংসিত ইস্যু সমাধানের আশ্বাস দিয়েছেন মোদি। তিনি জানিয়েছেন আগের সরকারের কাজে ধারাবাহিকতা রক্ষা করেই তার সরকার এগিয়ে যাবে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপাল এবং ভুটানকে নিয়ে ট্রানজিটের পরিকল্পনা নেয়া যায় কিনা তা ভাবার পরামর্শ দেন। এ বিষয়ে মোদি তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে উনি তা গ্রহণ করেন।