লতিফ সিদ্দিকীকে না সরালে আল্লাহর গজব নামবে : ফরিদউদ্দিন মাসউদ
ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দীন মাসউদ বলেছেন, ইসলামের অন্যতম ইবাদত ও মূল ভিত্তি হজ এবং দ্বীনি দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্বাচীন মন্ত্রী আব্দুল লতীফ সিদ্দিকী তসলিমা নাসরিনদের মতো ভাগ্যহত হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। পীর-মাশায়েখ ও আলেম-উলামার এই দেশে এরকম কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে অবিলম্বে তার অপসারণ এবং শাস্তি দাবি করছি। যত দ্রুত লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হবে ততই দেশের মঙ্গল। না হলে এদেশে আল্লাহর গজব নেমে আসবে।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁস্থ ইকরা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত আলেম-উলামাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফরীদ মাসঊদ বলেন, পৃথিবীর ঐক্যের এই মহাসমাবেশের বিরুদ্ধে কথা বলে লতিফ সিদ্দিকী সমগ্র পৃথিবীর মানুষের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন।
লতিফ সিদ্দিকীকে অমুসলিমদের দোসর দাবি করে জমিয়তুল উলামার এই সভাপতি বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় নাস্তিকদের প্রেতাত্মা ভর করছে। এ দেশে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের অহংকার তবলিগ জামাতের বিশ্বইজতেমাও তার সহ্য হয় না। বাস্তবে ইসলাম নিয়েই তার এলার্জি। এরকম মুসলিম বিদ্বেষীকে এ দেশের মানুষ মন্ত্রিসভায় দেখতে চায় না।
আলেমদের এই মতবিনিময় সভায় আগামী ৩ অক্টোবর শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী, মাওলানা রুহুল আমীন সিরাজী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা হুাসইনুল বান্না, মাওলানা লিয়াকত আলী মাসঊদ, মাওলানা আবদুল আলীম ফরিদী প্রমুখ।