অভিবাসনের চেষ্টায় প্রাণ দিয়েছে ৪০ হাজার মানুষ
বিশ্বের ধনী দেশগুলোতে অবৈধভাবে পাড়ি জমানোর চেষ্টা করতে গিয়ে গত ১৪ বছরে ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে অর্থাৎ গড়ে দৈনিক আট ব্যক্তি মারা গেছে।
এ সব মর্মান্তিক প্রাণহানির অর্ধেকেরও বেশি ঘটছে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে। গত ১৪ বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য দিয়েছে জেনেভা-ভিত্তিক অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বা আইওএম।
ফেটাল জার্নি নামের এ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ বছরে অর্থাৎ ২০০০ সালের পর থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়েই ২২,০০০ ব্যক্তি মারা গেছে। এ ছাড়া, চলিত বছরই অভিবাসনের চেষ্টা করতে গিয়ে মারা গেছে ৪,০৭৭ জন।
এদিকে মধ্যপ্রাচ্যের সামপ্রতিক পরিস্থিতি অভিবাসন তৎপরতা মারাত্মকভাবে উস্কে দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসেই ইতালির কর্তৃপক্ষ এক লাখ ১২ হাজার অনিয়মিত অভিবাসীকে শনাক্ত করেছে। ২০১৩ সালের চেয়ে এ সংখ্যা প্রায় ৩ গুণ বেড়েছে।
এ সংকট সমাধানে বিশ্বের সরকারগুলোকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইওএম উইলিয়াম ল্যাসি সুইং। তিনি বলেন, আইওএম সহজ ভাষায় যা বলতে চায় তা হলো, অভিবাসীরা বিনা কারণে মারা যাচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যে সব সহিংস তৎপরতা চলছে তা বন্ধ করতে হবে বলে দাবি জানান তিনি।