হজের আনুষ্ঠানিকতা শুরু বৃহস্পতিবার
শুক্রবার পবিত্র হজ। হজব্রত পালনের উদ্দেশ্যে বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান বর্তমানে মক্কায় অবস্থান করছেন। ইতিমধ্যে হজের সব কর্যক্রম সম্পন্ন করেছে সৌদি সরকার। অনুষ্ঠানিকভাবে এ বছর হজের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।
এদিন হাজিরা মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। আর এই যাত্রার মধ্য দিয়েই অনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার হাজিরা মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং শুক্রবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
শুক্রবার ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। আরাফাতে হজের খুতবা শুনবেন। রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। শনিবার সকালে সূর্যোদয়ের পর দুপুরের আগে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুণ্ডন করে এহরাম খুলে ফেলবেন এবং পশু কোরবানি করবেন হাজিরা।