লতিফ সিদ্দিকীকে দল থেকেও অব্যাহতি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে আমি নিজেও মর্মাহত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য তাকে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দল থেকেও অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট ওসমানী বিমানবন্দরে সিলেটের আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠককালে প্রধানমন্ত্রী একথা জানান।
বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে যাত্রাবিরতিকালে তিনি দলীয় নেতাদের সাথে বৈঠক করেন। সিলেটে যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছান। এর আগে তিনি লন্ডন থেকে বিমানের বিজি-০৬১ ফাইটে সিলেটের উদ্দেশে রওনা হন।
রোববার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ এবং মুহাম্মদ স.কে নিয়ে কটুক্তি করেন আবদুল লতিফ সিদ্দিকী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য রাখেন তিনি। এ বক্তব্যের পর সারাদেশে সমালোচনার ঝড় উঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে তার সংসদ সদস্যপদও বাতিল হয়ে যাবে।