ট্যাক্স কমানোর অঙ্গিকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন আগামী সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয়লাভ করার কৌশল হিসাবে ট্যাক্স কমানোর অঙ্গিকার করেছেন। টোরি কনফারেন্সের তৃতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে ক্যামেরন বলেন আগামী নির্বাচনে টোরিরা পুন:নির্বাচিত হলে জনগণ যাতে ট্যাক্স প্রদান করার পূর্বে তাদের আয় বৃদ্ধি পায় সে ব্যবস্থা করবে।
তিনি বলেন এই ব্যবস্থার ফলে ১০ লাখ স্বল্প বেতনভূক লোক এবং চুড়ান্তভাবে ৩০ লাখ লোক উপকৃত হবেন।
তবে ক্যামেরন কখন থেকে এই ট্যাক্স হ্রাস ব্যবস্থা কার্যকর হবে তা নিয়ে পরিস্কার কিছু বলেন নি। তবে তিনি এখনো ঘাঠতি হ্রাসকেই অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
গত সোমবার জর্জ অসবর্ন ঘোষণা করেছিলেন যে কনজারভেটিভরা ট্যাক্স ক্রেডিট দুই বছরের জন্য স্থগিত রাখবে। ক্যামেরনের এই ঘোষণা তথা টোরি কৌশল লেবারের সাথে পরিস্কার আদর্শগত ভিন্নতার একটি প্রচেষ্ঠা।