আমেরিকার সিক্রেট সার্ভিস প্রধানের পদত্যাগ
আমেরিকার সিক্রেট সার্ভিস প্রধানের পদ থেকে অব্যাহতি দিয়েছেন জুলিয়া পিয়ারসন। প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠায় তিনি এ সিদ্ধান্ত নেন।
বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জেস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনসন।
হোয়াউট হাউজের নিরাপত্তা লংঘনের একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন তিনি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগের আহ্বান জানান। এই চাপের মুখে দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় সরে দাঁড়ালেন তিনি।
বেশ কিছু ঘটনার জন্য সমালোচনা ও কংগ্রেস সদস্যদের তোপের মুখে পড়েছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল গত ১৯ সেপ্টেম্বর ছুরি নিয়ে এক ব্যক্তির হোয়াইট হাউজে অনুপ্রবেশের ঘটনা। ওই দিন ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী এক ব্যক্তি ছুরি হাতে হোয়াইট হাউজের বেড়া ডিঙ্গিয়ে প্রেসিডেন্ট ওবামার বাসভবনের দিকে ছুটে যান।
সে সময় ওই ব্যক্তি হোয়াইট হাউজের পূর্ব দিকের একটি ঘরে প্রবেশ করলে এক গোয়েন্দা কর্মীর হাতে আটক হন।
গত মঙ্গলবার নিরাপত্তা সংশ্লিষ্ট কংগ্রেসের কমিটির কাছে প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি হওয়ার `পূর্ণ দায়` স্বীকার করেন পিয়ারসন।