আফগানিস্তানে আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী
সম্প্রতি আফগানিস্তানে গঠিত হয়েছে সম্মিলিত সরকার। পশ্চিমা রাজনীতির হাত ধরে বৈশ্বিক রাজনীতিতে আফগানিস্তান বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। তা প্রমাণিত হলো নতুন আফগান সরকার গঠন পরবর্তী প্রধানমন্ত্রীর আকস্মিক সফরে।
শুক্রবার আফগানিস্তানে পা রাখেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর চারদিন আগে আশরাফ গণি আফগান রাষ্ট্রপতি হিসেবে গদিতে আরোহন করেন, শপথ গ্রহণ সম্পন্ন করেন। আর দেশটির ‘চিফ এক্সিকিউটিভ’ নামে একরকম প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। এ সম্মিলিত সরকারব্যবস্থা একটি পূর্ণাঙ্গ নির্বাচনেরও পরও রক্ত ঝরিয়ে তবেই এসেছে।
আফগান কূটনৈতিক পর্যায়ে সরকার গঠন পূর্ব্ববর্তী সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির তৎপরতা লক্ষ্য করা গেছে। প্রায় সমধর্মী রাজনৈতিক বলয়ের সদস্য ডেভিড ক্যামেরনের অঘোষিত আগমন তাই যথেষ্ট গুরুত্ব রাখে। সাদা কথায় কেরি বিবৃতিতে বলেছেন, ‘আফগান সম্মিলিত সরকারের সঙ্গে একযোগে কাজ করতে চাই।’
পরবর্তী সময়ে আরও বিস্তারিত জানা গেছে তার উদ্দেশ্য সম্পর্কে। ‘আমাদের লক্ষ্য একই। তা হলো একটি উন্নত, অগ্রসরমান ও সন্ত্রাসবিহীন আফগানিস্তান। আমরা চাই না আফগানিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্য হোক এবং সেই সন্ত্রাসীরা তাদের নিজেদের ও আমাদের, উভয়ের জন্যেই হুমকির কারণ হোক।’