মিশরে রাস্তায় বিক্ষোভ, রাস্তায় ঈদ
মিশরে আজ ঈদ। সকলেরই নিজের বাসা-বাড়িতে ঈদ করার কথা। কিন্তু মাসাধিক কাল ধরে আন্দোলনকারী মুসলিম ব্রাদারহুড ও মুরসি ভক্ত এবং সেনা শাসন বিরোধীরা আজ রাস্তায় ঈদ করছে। লক্ষ লক্ষ মুরসিপন্থি ঈদের নামাজের পরপর রাস্তাতেই ঈদের আনন্দ উদযাপন করছে। সকলেই যে যা এনেছে তা অন্যদের সাথে ভাগাভাগি করে খাওয়া দাওয়া সেরেছে। অনেক মহিলাদেরকে দেখা গেছে, বাসা থেকে তৈরি খাবার আন্দোলনকারীদের মাঝে বিতরণ করছে। শিশুরা ও রাবায়া স্কয়ারসহ অন্যান্য সমাবেশ স্থানে ঈদ উদযাপন করছে। মুরসিকে পুনর্বহাল না করা পর্যন্ত ব্রাদারহুহ ঘরে ফিরবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল। এদিকে ব্রাদারহুডের সাথে সমঝোতার জন্য আন্তর্জাতিক উদ্যোগ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সেনা সমর্থিত সরকারে মন্ত্রিসভার সদস্যরা সরকারী ভবনে ঈদের নামাজ আদায় করেন।