ভাষা মতিনের অবস্থা সঙ্কটাপন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ভাষা সৈনিক আবদুল মতিন। তার অবস্থা সঙ্কটাপন্ন। শুক্রবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। তিনি ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টেট গ্ল্যান্ডসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আব্দুল মজিদ জানান, ভাষা সৈনিক আবদুল মতিনের অবস্থা সঙ্কটাপন্ন। তাই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
এর আগে ভাষা সৈনিক মতিনের উন্নত চিকিত্সার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তাকে লাইফ সাপোর্ট দেয়া যাবে না। কারণ লাইফ সাপোর্ট নেয়ার মতো তার সুবিধাজনক শারীরিক অবস্থা ছিল না।
রাতে ভাষা মতিনের স্ত্রী গুলবদন নেসা জানান, ‘তার অবস্থা ভালো না। বাধ্য হয়ে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।’
তিনি জানান, মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও গত তিন দিন ধরে তার অবস্থা অবনতির দিকে যায়। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।
গত ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তরণে গুরুতর অসুস্থ অবস্থায় ভাষা মতিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নেয়া হয়। ২০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত অপসারণ করা হয়। তখন থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button