দক্ষিণ সুরমার ঝালো পাড়ায় জমজমাট কোরবানীর পশুর হাট

Cowসিলেট নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার ঝালো পাড়ায় এই প্রথম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বসেছে জমজমাট অস্থায়ী পশুর হাট। সিলেট সিটি কর্পোরেশন ও আইন শৃংখলারক্ষাকারী সংস্থার অনুমোদন নিয়ে কদমতলী ও ঝালোপাড়াসহ দক্ষিণ সুরমার সচেতন যুব সমাজের উদ্যোগে কঠোর নিরাপত্তায় বসেছে এ হাট। প্রতিদিন সিলেটের বিভিন্ন স্থান থেকে ট্রাক বোঝাই গরু এনে ব্যাপারীরা সারীবদ্ধভাবে গরু গুলোকে বিক্রয়ের জন্য লাইনে দাড় করিয়ে রেখেছেন। ক্রেতারা ও তাদের সাধ্যমতো গরু ক্রয় করে নির্বিঘেœ ফিরছেন তাদের বাড়ী।
গতকাল ঝালোপাড়ার পশুর এ হাট ঘুরে এমনই দৃশ্য পরিলক্ষিত হয়। বিয়ানীবাজার থেকে  গরু কিনতে আসা  ক্রেতা মাহমুদ জানান,তিনি শুনেছেন এখানে  ভাল মানের গরু পাওয়া যায়,এ ছাড়া গরুর দাম অন্যান্য বাজারের তুলনায় কম থাকায় তিনি তার চাহিদা মতো গরু কিনবেন। মাহমুদের মতো আরেক ক্রেতা আমিরুল ইসলাম বাবুল এসেছেন ফেঞ্চুগঞ্জ থেকে। তিনি বলেন,ঝালোপাড়ায় অত্যান্ত সুন্দর পরিবেশে শান্তি শৃংখলার মধ্যদিয়ে গরু ক্রয় বিক্রয় করা হচ্ছে। তিনি কোরবানীর গরু এখান থেকে ক্রয় করবেন বলে জানান। এদিকে পশুর হাটের ইজারাদার কদমতলী এলাকার বাসিন্ধা তরুন সমাজসেবী আক্তার উদ্দিন জানান,তিনি ও তার সাথে থাকা এলাকার নবীণ ও প্রবীণদের পরামর্শে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর হাটের আইনশৃংখলা রক্ষা সহযোগিতা ও অনুমোদনের  জন্য আবেদন জানান। আবেদনের পর এসএমপি থেকে তদন্তপূর্বক গত ২৮ সেপ্টেম্বর ৭৩৩৫ নং স্মারকে এসএমপির   নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক অনুমোদনে এ হাট বসানো হয়। অনুমোদনের অনুলিপি পুলিশ কমিশনার,সদর ট্রাফিক উত্তর দক্ষিণ এর উপ-পুলিশ কমিশনার  ও দক্ষিণ সুরমা মডেল থানার অফিসার ইনচার্জ মুরছালিন বরাবর প্রেরণ করা হয়। অপরদিকে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৬ নং ওয়ার্ডের ভেতর এই অস্থায়ী হাট বসানোর জন্য আক্তার উদ্দিন একইভাবে সিটি কর্পোরেশনে আবেদন জানালে ২৯ সেপ্টেম্বর  সিটি কর্পোরেশনের অনুমতি পেয়ে অস্থায়ী হাটের ইজারা চালানের টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে হাট বসানো হয়। এদিকে ঝালোপাড়াবাসী ও কদমতলীবাসীর সমন্নয় সূষ্ঠ ও সুন্দর ভাবে হাটে পশুকেনা বেচা হওয়ায় ঈদ ও পূজোয় আনন্দঘন পরিবেশ আরো আনন্দময় হয়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button