মুসলিম বিশ্বকে ওবামার ঈদ শুভেচ্ছা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ব মুসলিমকে ইদুল আজহা ও হজের শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে শনিবার ওবামা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেন।
ওবামা বলেন, আমাদের বন্ধু ও প্রতিবেশীরা যখন ইদুল আজহা উদযাপন করছেন তখন যুক্তরাষ্ট্রের মুসলমানরাও ইদুল আজহা ও হজ পালন করছেন।
হজ বিশ্বের মুসলমানদের (শিয়া কিংবা সুন্নি) কাছাকাছি আসতে সাহায্য করে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, মানবতার দৃষ্টিকোণ থেকে জাতি বা সমপ্রদায়, ধর্ম বা বর্ণ এবং লিঙ্গ কিংবা বয়স সবার অধিকারই যে সমান হজ সে কথাই স্মরণ করিয়ে দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঈদে মুসলমানরা একে অপরের খোঁজ-খবর নেবেন এবং ধনীরা গরিবদের সহযোগিতা করবেন।
শেয়ারিংয়ের (ভাগাভাগি) ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ বলে মনে করেন ওবামা।
মুসলমানদের ঈদ মোবারক জানিয়ে ওবামা বলেন, মার্কিন জনগণের পক্ষ থেকে মুসলমানদের প্রতি উষ্ণ অভিনন্দন রইল।
প্রসঙ্গত, আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি শনিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে ইদুল আজহা পালিত হয়। ভারতীয় উপমহাদেশে ইদুল আজহা পালিত হবে সোমবার।