গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ
চলচ্চিত্র ও মানবসেবায় যথাসম্ভব অবদান রাখার জন্য গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড-২০১৪ পেয়েছেন ভারতে প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান। একে ‘বড় সম্মান’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শনিবার রাতে তার হাতে এ পুরস্কার তুলে দেন হাউজ অব কমন্সের স্পিকার হন জন বারকাউ। পুরস্কার পাওয়া পর শাহরুখ বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ দিন।’
এর আগে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে মেগাস্টার অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই এই পুরস্কারে ভূষিত হয়েছেন।