লতিফ সিদ্দিকীকে কোথাও ঈদ জামাতে দেখা যায়নি!
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীকে এবার কোথাও ঈদের নামাজে অংশ নিতে দেখা যায়নি। কানাডা এমন কি যুক্তরাষ্ট্রেও না। নিউ ইয়র্কে বিভিন্ন সময়ে প্রায় ১৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হলেও কোথাও তার দেখা মেলেনি। হয়ত ঈদের জামাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় তিনি ঈদের জামাতে অংশ নেননি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে হজ পালন করেন লতিফ সিদ্দিকি। সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তাবলিগ জামাত ও হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে তাকে মন্ত্রপরিষদ থেকে বাদ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি হজ থেকে দেশে ফিরলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।