লতিফ সিদ্দিকীর রাজনৈতিক আশ্রয়স্থল কী কানাডা
মেক্সিকো থেকে ডালাস হয়ে লতিফ সিদ্দিকী এখন নিউইয়র্কে সস্ত্রীক অবস্থান করছেন। দেশে ফেরার জন্য নিউ ইয়র্ক-ঢাকা বিমানের টিকিট রি-কনফার্ম করা হলেও তিনি দেশে না ফেরারই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, মন্ত্রি সভা থেকে বাদ, দল থেকে বহিষ্কার, মামলার পর মামলা, আদালত কর্তৃক সমন জারি, ফাঁসি দাবি এরশাদের, নাস্তিক হিসেবে যাবজ্জীবন শাস্তি বিএনপির দাবি, ইসলামী দলগুলোর আন্দোলন-বিক্ষোভ, তার শিরোচ্ছেদ দাবির পরিপ্রেক্ষিতে এখন দেশে ফেরা তার জন্য আত্মাঘাতীর সামিল। তাই তার শেষ গন্তব্য কানাডা। আজকালের মধ্যে কানাডায় আসতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
তিনি রাজনৈতিক আশ্রয় নিলে যুক্তরাষ্ট্রে নয়; কানাডাতেই নিবেন। প্রথমতঃ তিনি আমেরিকায় অনেক বছর আগে একবার রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু নিষ্পত্তির আগেই তিনি সেই আবেদন প্রত্যাহার করে দেশে ফিরে যান। দ্বিতীয়তঃ সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আর জয় আমেরিকার অধিবাসী। তৃতীয়তঃ যে বক্তব্য নিয়ে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ঘটনাস্থলও নিউইয়র্ক। এবং ইতিমধ্যে সেখানে তার বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।
এই সব বিবেচনায় কানাডা অনেক নিরাপদ। এখানে মৌলবাদীদের অান্তর্জাতিক নেটওয়ার্ক কম। তাছাড়া টরন্টোতে স্থায়ীভাবে তার বোন সেলিনা সিদ্দিকী এবং বড় মেয়ে নন্দিনী নাজরীন বসবাস করে আসছেন।