সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত

ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানী ঢাকা এবং সারা দেশে মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করছে।
সোমবার ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে। দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটায়।
বায়তুল মোকাররম মসজিদে প্রতি এক ঘন্টা অন্তর একটি করে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।
প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সুপ্রিমকোর্টের অন্যান্য বিচারকগণ, মন্ত্রিসভার সদসবৃন্দ, উর্দ্ধতন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উৎসব আমেজে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ ঈদ জামাতে ইমামতি করেন।
দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ঈদের প্রধান এই জামাতে মহিলা ও বিদেশী কূটনীতিকদের নামাজ আদায়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়। মুসল্লীদের জন্য খাবার পানি ও মোবাইল টয়লেটেরও বিশেষ ব্যবস্থা ছিল।
জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহে সকল প্রবেশ পথ এবং ভিভিআইপি ও ভিআইপিদের নামাজের স্থানসহ ঈদগাহ মাঠের প্যান্ডেলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
এছাড়া ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে র‌্যাব এবং পুলিশ সদস্যরা ঈদগাহ ময়দানে সার্বক্ষণিক তৎপর ছিল।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: মুজিবুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ সংসদ সদস্যবৃন্দ। এখানে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে এখানেও দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং ৫ম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ ও উত্তরের ব্যবস্থাপনায় মহানগরীর ৯২টি ওয়ার্ডে মোট ৩৬২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হয় ২২৮টি ঈদ জামাত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয় সকাল ৯টায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সায়েদাবাদ আরজুশাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এক ঘন্টা অন্তর এ তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।
লালবাগের ইসলামবাগ ঈদগাহ ময়দানেও তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সাড়ে ৮টায় ও তৃতীয় জামাতটি সোয়া ৯টায়।
দেওয়ানবাগ শরীফে তিনটি জামাতের মধ্যে প্রথমটি সকাল ৮টায়, দ্বিতীয়টি সাড়ে ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
যেসব স্থানে দু’টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়, তার মধ্যে- খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সোয়া ৮টায়। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল সোয়া ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়। রসুলবাগ জামে মসজিদে (দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি) প্রথম জামাত সোয়া ৭টায় ও দ্বিতীয়টি সোয়া ৮টায়। লালমোহন সাহা স্ট্রিট চিনি ঠিকরা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয়টি ৮টায় এবং ভজহরি সাহা স্ট্রিট শহীদ জামে মসজিদে প্রথম জামাত পৌনে ৮টায় ও দ্বিতীয় জামাত পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মাঠ, কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদ, নিকুঞ্জ-১ জামে মসজিদ, মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টারের মসজিদ-এ-তৈয়্যেবিয়া, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, খিলগাঁও পল্লীমা সংসদ ময়দান, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, ওয়ারী নূর জামে মসজিদ, ওয়ারী ফোল্ডার স্ট্রিট বায়তুল নাছির জামে মসজিদ, মদিনা মসজিদ, ফকিরবানু জামে মসজিদ, সালাহউদ্দিন ভবন বায়তুল আমান জামে মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ ও কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে।
সকাল পৌনে আটটায় ঈদ জামাত হয়- গেন্ডারিয়া ধূপখোলা মাঠ, মোহাম্মদপুর বাইতুত্ তাইয়্যেব জামে মসজিদ, দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠে।
সকাল আটটায়- কলাবাগান বসিরউদ্দিন রোড জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফ, ঢাকা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলিজর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মূল গেটসংলগ্ন মাঠ ও শহীদুল্লাহ হল লন, মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনি জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদ, ভজহরি সাহা স্ট্রিট তাকওয়া মসজিদ, জোড়পুল লেন জামে মসজিদ, নারিন্দা বিনত বিবি জামে মসজিদ, সায়েদাবাদে চিশতিয়া সাইদিয়া দরবার শিরফ জামে মসজিদ, ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠে এবং আবুজর গিফারী কলেজ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে আটটায় ঈদ জামাত হয় নারিন্দা মশুরীখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ, গুলশানের সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে। -বাসস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button