জাতীয় ঈদগাহে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের ঈদের নামাজ আদায়
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্যদিয়ে আজ জাতীয় ঈদগাহে রাজধানী ঢাকার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকগণ, মন্ত্রিসভার সদসবৃন্দ, উর্দ্ধতন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবস্থিত এ ঈদগাহের জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমামতি করেন।
দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজের আগে বাংলাদেশ বেতারের সিনিয়র ক্বারী মো: এমদাদুল ইসলাম ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে বয়ান রাখেন। তিনি ঈদুল আজহাকে ত্যাগের প্রতীক বলে উল্লেখ করেন।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দক্ষিণের ব্যবস্থাপনায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মহিলা ও বিদেশী কূটনীতিকদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
ঢাকা সিটি কর্পোরেশন মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহে খাবার পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিশেষ বাহিনী র্যাব জাতীয় ঈদগাহ ও আশপাশে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। -বাসস