বিমান হামলা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আইএস
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখলেও তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
কুর্দিদের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, কুর্দি সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলা অকার্যকর প্রমাণিত হয়েছে। দুই সপ্তাহ ধরে হামলা চললেও আইএস যোদ্ধারা নতুন নতুন এলাকা দখল করে যাচ্ছে।
অনেকেই বলছেন, আইএসকে থামাতে বিমান হামলাই যথেষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাবাহিনী নামানোর ধারণা বাতিল করে দিচ্ছেন। তিনি এখনো ব্যাপকভিত্তিক কোনো অভিযান চালাতে নারাজ।
আইএস যোদ্ধারা এখন কোবানি দখল করার চেষ্টা করছে। এটা তাদের নিয়ন্ত্রণে চলে গেলে তুরস্কও আক্রান্ত হতে পারে। এদিকে আইএসের অগ্রযাত্রার মুখে হাজার হাজার লোক তাদের বাড়িঘর থেকে পালিয়ে যাচ্ছে।