পর্বতচূড়ায় রোমাঞ্চকর বিয়ে
বিয়ের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে কে না চায়। জীবনের বিশেষ এ মুহূর্তকে অভিনব ভিন্নতার ছোঁয়া দিলেন কানাডার নবদম্পতি ডেভিড ল্যাম্ব (৩৩) ও জেমি আলপেরিন (২৯)। তারা তাদের বিয়ের অনুষ্ঠান আক্ষরিক অর্থে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২৩০০ ফুট উচ্চতা বেয়ে পর্বতের চূড়ায় আরোহণ করে গাটছড়া বাঁধলেন তারা। ডেইলি মেইলের সচিত্র এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের ওই বিয়ের ইতিবৃত্ত। মজার বিষয় হলো, জেমি কখনও আড়ম্বড়পূর্ণ বিয়ের অনুষ্ঠান চাননি। পর্বতারোহণ করে বন্ধুদের তৈরি একটি রোমাঞ্চকর বিয়ের ভিডিওচিত্র দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। বিয়ের যাবতীয় ব্যয় হয়েছে আনুমানিক ৭ হাজার ডলার। এর মধ্যে রয়েছে পর্বতারোহণ উপযোগী বিয়ের বিশেষ পোশাক। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা যে পর্বতশৃঙ্গ বেছে নিয়েছেন তার নাম ‘চিফ’। কানাডার বৃটিশ কলম্বিয়া প্রদেশের স্কোয়ামিশ শহরে অবস্থিত গ্রানাইটের তৈরি বিশাল এ পর্বতের সৌন্দর্য যে নয়নাভিরাম তা বলাই বাহুল্য। জেমি পেশায় একজন ডায়েটিশিয়ান। একই সঙ্গে রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। জেমি জানায়, সে কখনও কোন বিয়ের অনুষ্ঠান চায়নি। ছোটবেলা থেকেই তার কাছে মনে হতো এটা অনেক ব্যয়বহুল আর বেশ যন্ত্রণাদায়ক। জেমির একদল বন্ধুর ভিন্নধর্মী একটি প্রতিষ্ঠান আছে যার নাম ‘বিয়ন্ড অ্যাডভেঞ্চার্স’। আর এ প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো রোমাঞ্চকর বিয়ের অনুষ্ঠান আয়োজন। তাদের ধারণাপ্রসূত একটি বিয়ের অনুষ্ঠান হলো পর্বতারোহণ করে বিবাহবন্ধন। আর সেই ভিডিওচিত্র দেখে কেঁদেই ফেলেন জেমি। পরবর্তীতে ডেভিড যখন জেমির কাছে জানতে চায় বিয়ের অনুষ্ঠান কেমন হবে, জেমি শুধু ওই ভিডিওচিত্র দেখায় তাকে। ডেভিডও একবাক্যে রাজি হয়ে যায়। দু’জন মিলে পরিকল্পনা শুরু করে। ২২শে জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন পর্বত চূড়ায়। বন্ধুমহল পরিচিতজনদের কাছ থেকে এ দম্পতি তাদের অভিনব বিয়ে নিয়ে যেমন সাড়া পেয়েছেন তাতে অভিভূত জেমি। সে জানায়, বিবাহিত দম্পতিরা বলছেন, তারা যদি আবার বিয়ে করতে পারতো তাহলে এভাবেই বিয়েটা সারতো। রোমাঞ্চকর এ বিয়ের অনুষ্ঠান বেছে নিতে আরও যে ভাবনা তাদের মধ্যে কাজ করেছে সেটা হলো, তারা চেয়েছেন বিয়ের অনুষ্ঠানের সচরাচর যেসব ঝঞ্ঝাট থাকে সেগুলো এড়িয়ে বিশেষ ওই দিনটি স্রেফ উপভোগ করা।