খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়
সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলছে, চলবে। দিনক্ষণ নির্ধারণ করে আন্দোলন হয় না বলে মন্তব্য করেন তিনি। সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা একথা বলেন। বেলা ১১টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় শুরু করেন তিনি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলটির বেশ কয়েকজন নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এরপর দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে খালেদা জিয়া করেন, এবার ঈদে ঘরমুখী মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ দুর্ভোগের জন্য দায়ী এই অবৈধ সরকার।
তিনি বলেন, সরকারদলীয় লোকজনের চাঁদাবাজির কারণে এবার গরু ব্যবসায়ীরা গুরু বিক্রি করতে পারেননি। তারা লাভ ঘরে তুলতে পারেননি।
খালেদা জিয়া বলেন, এ সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। তারা র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি অবৈধ সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। বলেন, ‘দেশের মানুষ ভালো নেই, স্বস্তিতে নেই, শান্তিতে নেই। দেশবাসী এই দুর্নীতিবাজ অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। মানুষ পরিবর্তন চায়। তাই সময় এসেছে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় জানানোর।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যদি ভালো থাকতো তাহলে গ্রামে গিয়ে ঈদ করতো। মানুষের হাতে টাকা নেই। মানুষ এখন মুক্তি চায়, নতুন কিছু দেখতে চয়।
তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগ নেই। বিদেশিরা আসছে চলে যাচ্ছে, বিনিয়োগ করছে না। দেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করার সাহস পাচ্ছে না দুর্নীতির কারণে।
ব্যাংকিং খাতের অনিয়ম তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে- যা অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। অর্থমন্ত্রী বলেছেন- ব্যাংকে অনিয়ম ঠেকাতে আমরা ব্যর্থ। তাই সরকারের উচিত এখনই পদত্যাগ করা।
তিনি এ সময় সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।
রাস্তার দুর্ভোগের কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, যারা ঈদে বাড়ি গেছে তাদের কি দুর্ভোগে পড়তে হয়েছে তা দেশবাসীর জানা আছে। সড়কগুলোর দূরাবস্থার কারণেই মহাসড়কে যানজট।