ডাবলিন বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে দুটি প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রায়ান এয়ার এক বিবৃতিতে বলেছে, বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে রায়ান এয়ারের দুটি প্লেন পরস্পরকে অতিক্রম করার সময় ভোরে আলোর স্বল্পতার কারণে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। কারণ হিসেবে বিমানবন্দরের জরুরি বিভাগ জানিযেছে, রানওয়েতে বিমান দুটির মধ্যে গতি খুবই কম ছিল।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ছবি পোস্ট করেন। এতে দেখা বিমানে ক্ষতির চিহ্ন স্পষ্ট দেখা গেছে।
আইরিশ বিমান কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া এয়ার ইনভেস্টিগেশন দল ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে রায়ান এয়ার কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘আমাদের দুটি প্লেন ভোরে ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে অতিক্রম করার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
এতে একটি বিমানের পাখা এবং অপর বিমানে লেজের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময়ে ডাবলিন কর্তৃপক্ষ দুটি বিমানেরই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল।
আইরিশ কর্তৃক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনা হলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে কোনো প্রভাব পড়েনি। বিম্ন দুটিই পুনরায় তাদের স্টেশনে এসে সঠিক গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।