মুসল্লিদের জন্য কাবা শরীফের সম্প্রসারিত মাতাফ এলাকা খুলে দেয়া হয়েছে

Makkahমক্কায় পবিত্র কাবা শরীফে সম্প্রসারিত নবনির্মিত তিনটি ফ্লোর এবারের রমজানে খুলে দেয়া হয়েছে। এ বর্ধিত এলাকায় আরো ৪ লাখ মুসুল্লী নামাজ আদায় করতে পারবেন। পবিত্র দুই মসিজদের খাদেম সৌদি আরবের বাদশাহ আবদুল্লার নির্দেশে নবনির্মিত কাঠামো খুলে দেয়া হয়েছে। তিনি সম্প্রসারণের এ নতুন প্রকল্পের উদ্যোগ নেন। বিশ লক্ষাধিক মুসুল্লির নামাজের স্থান সংকুলানের লক্ষ্যে মসজিদের এ সম্প্রসারণ কাজে হাত দেয়া হয়। বেসমেন্ট ছাড়াও প্রথম এবং এক ও দোতলার মধ্যবর্তী তলা। মসজিদের উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় প্লাজাও মুসুল্লীদের জন্য খুলে দেয়া হয়েছে। অর্থমন্ত্রী ইব্রাহীম আল-আসাফ বলেছেন, বাদশাহর নির্দেশে তার মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করেছে। রমজান মাসে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে আসেন। এদের নামাজের সুবিধার্থেই এ সম্প্রসারণ কাজ করা হয়েছে।
দুই পবিত্র মসজিদবিষয়ক প্রেসিডেন্সীর উপ-প্রধান মুহাম্মদ বিন নাসের আল-খোজইম নিশ্চিত করে বলেন, নতুন কিং আব্দুল্লাহ হারাম এক্সপানশান প্রজেক্টের সকল তলা মুসুল্লীদের জন্য খুলে দেয়া হয়েছে। তিনি বলেন, গোটা সম্প্রসারিত এলাকাকে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা হয়েছে। তাছাড়া অন্যান্য সব ঝাড়বাতি দিয়ে একে সাজানো হয়েছে। মুসুল্লীদের জন্য টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা ওমরাহ অথবা অন্যান্য ধর্মীয় বিষয়ে খোঁজ নিতে পারবেন। আল-খোইম বলেন, হজ্জ ও ওমরার সময় নতুন সম্প্রসারিত এলাকা ও এর প্লাজাসমূহে ১৫ লক্ষাধিক মুসুল্লী ধারণ করতে পারবে। মুসুল্লীদের ঠা-া পানি সরবরাহ করতে জমজম পানির ট্যাপ সংযুক্ত করা হয়েছে। নতুন সম্প্রসারিত এলাকায় এসকালেটর কাজ শুরু করেছে। হজ্জ যাত্রী ও মুসুল্লীদের উপরের তলাসমূহে উঠানামা করতে এর ব্যবহার। সৌদী নাগরিক ও প্রবাসী মুসলমানরা বাদশাহর প্রশংসা করেছেন। নতুন সম্প্রসারিত এলাকার কারণে মুসুল্লীরা অনেক বেশি সাচ্ছন্দে নামাজ আদায় করতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button