গাজা অভিমুখী নির্মাণ সামগ্রী আটকে দিয়েছে ইসরাইল

Gazaবিধ্বস্ত গাজা অভিমুখী নির্মাণ সামগ্রীবাহী কয়েক ডজন ট্রাক আটকে দিয়েছে ইসরাইল। এর আগে ইসরাইল এ ধরনের নির্মাণ সামগ্রী গাজায় যেতে দেবে বলে প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তা আটকে দিল। গাজা সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল অন্তত ৬০টি ট্রাক আটকে দিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর আগেই নির্মাণ সামগ্রীর ঘাটতির কারণে উদ্বেগ প্রকাশ করেছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের পর সেখানকার পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী দরকার। কিন্তু ইসরাইলের বাধার মুখে তা ব্যাহত হচ্ছে।
এবারের ইসরাইলি আগ্রাসনের কারণে গাজায় অন্তত ১৫,৬০০ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ২,২০০ ঘর-বাড়ি। অর্থনীতিবিদরা বলছেন, গাজা পুনর্গঠনের জন্য অন্তত ৭০০ কোটি ডলার দরকার হবে। গত ২৩ সেপ্টেম্বর ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ ৩৮০ কোটি ডলার অনুদান হিসেবে দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button