কলকাতায় আড়াই লক্ষাধিক মুসল্লির ঈদ জামায়াত
বাংলাদেশের সঙ্গে শুক্রবার কলকাতা সহ সারা ভারতে পালিত হয়েছে খুশির ঈদ। সকাল থেকেই মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামায়াত। তবে এদিন সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় এশিয়ার অন্যতম বৃহৎ ঈদের নামাজ। এই নামাজে অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।
দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই কলকাতার মানুষ যেমন এই নামাজে অংশ নিয়েছিলেন তেমনি আশেপাশের জেলা থেকে থেকেও প্রচুর মানুষ এই নামাজে অংশ নিয়েছিলেন। সকাল ঠিক নটায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন কারী ফজলুর রহমান। ঈদের এ নামাজ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণও দেন। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ভাষনে তিনি মুসলিম সমাজের স্বার্থে তার সরকার কি কাজ করছে তাও বিস্তারিতভাবে জানান।
ঈদের নামাজের শেষে দেখা যায় শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য। ছোট বড়, ধনী দরিদ্র সকলের সকলকে বুকে আলিঙন করেন। পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এদিন আনন্দের ফোয়ারা। নানা স্বাদেও খাবারের আয়োজনে আপ্যায়িত করা চলছে আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবকে। কলকাতার পাশাপাশি দিল্লি ও অন্যান্য শহরেও ঈদ পালিত হচ্ছে আনন্দের সঙ্গে। মানবজমিন