সীমান্ত বন্ধ করার খবর সঠিক নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়
বর্ধমান জেলায় গতসপ্তাহের বিস্ফোরণের ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়। তারা বলেছেন, এ ধরনের কোন নির্দেশনা তারা দেননি।
ভারত সীমান্তে নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে অরক্ষিত সীমান্ত পয়েন্টগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বলে ভারতীয় পত্র-পত্রিকার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করে।
ভারতীয় কর্তৃপক্ষ বিস্ফোরণস্থল থেকে আটক দুই নারীকে জিজ্ঞাসাবাদ করার পর প্রাথমিক খবরে বলা হয়েছে, বর্ধমানে গত বৃহস্পতিবারের বিস্ফোরণ ঘটনায় জড়িত ৫ ব্যক্তি বাংলাদেশ ভিত্তিক জেএমবি’র সদস্য হতে পারে। -বাসস