লন্ডনের লাল ফোন বক্স এখন সবুজ
লন্ডনের বিখ্যাত লাল টেলিফোন বুথ সবুজ করা হচ্ছে। এটি সোলার পাওয়ার দিয়ে চলবে এবং জনগণ তাদের মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। বুধবার এরকম এরকম একটি বুথ উন্মুক্ত করা হয়।
প্রথম ‘সোলারবক্স’ উন্মুক্ত করা হয় টোটেনহাম কোর্ট রোডের আন্ডার গ্রাউন্ড স্টেশনে।
নতুন বক্স সবুজ রঙ করা এবং ছাদের ওপর একটি সোলার প্যানেল বসানো আছে। আগামী মাসগুলোতে আরো স্থাপনের পরিকল্পনা আছে। এই বক্সে চারটি চার্জার রয়েছে। এগুলো দিয়ে মানুষ তাদের মোবাইল ফোন অথবা ট্যাব চার্জ দিতে পারবেন।
লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই) এর একজন গ্রাজুয়েট ও সোলারবক্সের কো-ফাইন্ডার হ্যারল্ড ক্রাসটোন বলেছেন, সৌরশক্তি একটি ব্যাটারিতে জমা থাকবে। এর ফলে রাতে অথবা সূর্য না থাকলেও মানুষ তাদের মোবাইল চার্জ দিতে পারবে।
এএফপিকে তিনি বলেন, আমরা দেখাতে চাই পাবলিক স্পেসকে আমরা ইতিবাচক উপায়ে ব্যবহার করতে পারি এবং লন্ডনের উচিত আরো সবুজ হওয়ার চেষ্টা করা।
দ্বিতীয় সোলার বক্সটি জানুয়ারি মাসে স্থাপন করা হবে। এভাবে আরো সোলারবক্স স্থাপন করা হবে।