বিমানে মোবাইল বা পিসি ব্যবহারে আর বাধা নেই !

Mobileবিমানে মোবাইল ফোন, ট্যাবলেট পিসি থেকে শুরু করে সব ধরণের বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছে জার্মানিতে অবস্থিত ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি বা ইএএসএ। অবিলম্বে কার্যকর এ নির্দেশের আওতায় আকাশে ওঠা এবং বিমানবন্দরে নামাসহ বিমান যাত্রার পুরো সময়ই এ জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করা যাবে। ফলে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রকে বন্ধ বা এয়ারপ্লেন মোডে রাখার আর প্রয়োজন থাকবে না।
অবশ্য, এ নির্দেশ বাস্তবায়নের আগে মোবাইল ফোন থেকে নির্গত সিগন্যাল বিমানের কোনোও প্রভাব ফেলছে সে বিষয়টি বিমান সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া, যাত্রীবাহী বিমান থেকে অনলাইনে যাওয়া বিষয়টি নিশ্চিত করার জন্য এতে নেটওয়ার্ক বসানোর জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে হবে।
এদিকে, এর আগে বিমান ওঠা-নামার সময়ে মোবাইল ফোনসহ অন্যান্য যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিন্সট্রেশন(এফএএ)।
অবশ্য ব্যাটারির চার্জ নেই এমন মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে বিমান ওঠার ওপর যে নিষেধাজ্ঞা বলবত ছিল তা বহাল থাকবে। এ বছরের গোঁড়ার দিকে এ নির্দেশ দিয়েছে এফএএ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button