দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় আবদুল কুদ্দুছ (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশিকে খুন করেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় একদল ডাকাত তার বাসায় ঢুকে গরম পানি ঢেলে ও রিভলবার দিয়ে মাথায় আঘাত করে তাকে খুন করে। এ সময় বাসার অপর সদস্য ইলিয়াছ ভূঁঞা আহত হন। নিহত কুদ্দুছ ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের রহিম উল্লার ছেলে।
দক্ষিণ আফ্রিকা থেকে প্রবাসী আরিফ মোবাইল ফোনে জানান, কুদ্দুছ দীর্ঘ সাত বছর যাবত দক্ষিণ আফ্রিকার নেল স্ট্রিটের মালালাইনে ব্যবসা করে আসছেন। এ মাসের ২৪ তারিখে বিয়ে করার উদ্দেশ্যে দেশে আসার জন্য বিমানের টিকেট ক্রয় করেছিলেন আবদুল কুদ্দুছ। কিন্তু ডাকাতরা তার বিয়ে করার ইচ্ছা পূরণ হতে দিলো না।
শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় আসলে পূর্ব থেকে বাসায় ঢুকে থাকা সাউথ আফ্রিকান কালো বর্ণের ডাকাতরা আবদুল কুদ্দুছ ও তার বাসার সদস্য ইলিয়াছ ভূঁঞাকে আটক করে টাকা দিতে বলে।
টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ডাকাতরা গরম পানি করে আবদুল কুদ্দুছের পেটে ঢালতে থাকে। এক পর্যায় ডাকাতদের হাতে থাকা রিভলবার দিয়ে কুদ্দুছের মাথায় এলোপাথাড়ি আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় টংগা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর কুদ্দুছের লাশ টংগা হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। নিহত কুদ্দুছের বাড়িতে চলছে শোকের মাতম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button