সুইডেনে প্রথম মুসলিম মন্ত্রী আইদা হাদজিয়ালিচ

Aidaসুইডেনে অভিবাসী এক মুসলিমকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের মন্ত্রিপরিষদে উচ্চ মাধ্যমিক স্কুল এবং বয়স্ক শিক্ষা উদ্যোগ মন্ত্রী হিসেবে এ মাসের প্রথম দিকে ২৭ বছর বয়সী বসনিয়ার অভিবাসী আইদা হাদজিয়ালিচের নাম ঘোষণা করা হয়।
এর আগে ২৩ বছর বয়সে সুইডেনের হ্যামস্ট্যাড নগরের মেয়র হন লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হাদজিয়ালিচ ।
১৯৮৭ সালে জন্মগ্রহণকারী সুইডেনের এ রাজনীতিবীদ দেশটির সর্বকনিষ্ঠ মন্ত্রী । বসনিয়া হার্জেগভিনায় যুদ্ধ চলাকালে পাঁচ বছর বয়সে হাদজিয়ালিচ তার পরিবারের সাথে সুইডেন চলে আসেন।
১৯৯২ সালে গৃহযুদ্ধের সময় সার্ব বহিনী  বসনিয়ার মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা শুরু করলে দুই লাখ মানুষ নিহত হয় এবং লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।  ৪৩ মাসের এ যুদ্ধে ২০ লাখ মুসলিম ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়। এরমধ্যে পাঁচ লাখ মুসলিম এখনো উদ্বাস্তু রয়েছে। তিন বছর ধরে চলা এ যুদ্ধের শেষ কয়েক মাসে জেনারেল রাতকো ম্লাডিকের নেতৃত্বে সার্ব বাহিনী জাতিসঙ্ঘের নিরাপত্তা অঞ্চল স্রেব্রেনিসায় গণহত্যা চালায়। এ সময় একইসাথে শিশুসহ আট হাজার মুসলিম পুরুষকে হত্যা করা হয়।
সুইডেন কয়েক দশক ধরে অভিবাসীদের জন্য তার দ্বার উন্মোচন করে দিয়েছে। দেশটিতে ৯০ লাখ জনগণের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ লাখ মুসলিম রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button