ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ওয়ারসির আহ্বান
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পক্ষে ভোট দিতে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পদত্যাগী পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা ওয়ারসি। রবিবার এ আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের স্বীকৃতির প্রশ্নে রবিবার ব্রিটিশ সংসদে ভোটাভুটি হওয়ার কথা। এ ভোটকে প্রতীকি বলা হলেও এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন ওয়ারসি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। সেখানে আমাদের নৈতিক কম্পাসও দোদুল্যমান। ফিলিস্তিনের স্বীকৃতির ব্যাপারে আমাদের কোনও ধরনের নেতিবাচক চিন্তার অবকাশ নেই। রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়া যুক্তরাজ্যের ঐতিহাসিক দায়িত্ব।
গাজায় ইসরাইলি হামলা চলাকালে যুক্তরাজ্যের অবস্থান ‘নৈতিকভাবে সমর্থনযোগ্য’ নয় বলে গত ৫ আগস্ট মন্ত্রিত্ব পদত্যাগ করেন ওয়ারসি।