ব্রিটেনের বিমানবন্দর ও রেল স্টেশনে শুরু হচ্ছে ইবোলা পরীক্ষা
ব্রিটেনে আগামী কয়েক মাসে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইবোলা সচেতনতা নিয়ে প্রচারণা শুরুর আগে একথা জানান দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেইমে স্যালি। হিথ্রোসহ বিভিন্ন বিমানবন্দর ও রেল স্টেশনে কিছু দিনের মধ্যেই ইবোলা পরীক্ষা শুরু হবে। ভ্রমণ ইতিহাস ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে যাত্রীদের। সংক্রমণের ঘটনা ঘটলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানে। এর আগে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ইবোলার সংক্রমণে সারা বিশ্বে এপর্যন্ত মারা গেছে চার হাজারেরও বেশি মানুষ।