রোহিঙ্গাদের শনাক্তে ভোটার তালিকা যাচাই করবে ইসি
চলমান ভোটার তালিকা হালনাগাদে কৌশলে যেসব রোহিঙ্গা ভোটার হয়েছেন তাদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে স্পর্শকাতর এলাকার বাইরেও যারা ভোটার হওয়ার সুযোগ নিয়েছেন তাদের শনাক্ত করতে হালনাগাদকৃত নতুন ভোটার তালিকা যাচাই-বাছাই করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং নির্দেশ বাস্তবায়ন করতে ইতোমধ্যে ইসি সচিবালয়ের নির্বাচন সরবরাহ ও সহায়তা অধিশাখাকে লিখিত নির্দেশনা দেয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, চলমান হালনাগাদে ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে এরমধ্যে রোহিঙ্গা ভোটার খুঁজে বের করতে মাঠে নামবে যাচাই কমিটি। প্রতিনিধি দল রোহিঙ্গা অধ্যূষিত বিশেষ এলাকার পরিধি বাড়ানোর বিষয়ে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। পরে ওই কমিটি বিশেষ এলাকার বাড়ানোর বিষয়ে কমিশনের কাছে প্রস্তাবনা প্রতিবেদন জমা দেবেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, বিদ্যমান ১৪টি স্পর্শকাতর উপজেলার বাইরে চট্টগ্রাম জেলার লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায় রোহিঙ্গাদের ভোটার হওয়ার অভিযোগ রয়েছে। এ পাঁচ উপজেলাকেও স্পর্শকাতর হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে।