অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের সহায়তা করবে শাহ্জালাল ব্যাংক

Shahjalalঅনিচ্ছাকৃতভাবে যারা ঋণখেলাপি হয়েছেন, সেসব ব্যবসায়ীকে ঋণ পুনঃতফসিলের মাধ্যমে আগের অবস্থানে ফিরিয়ে নিতে সহায়তা করবে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এ জন্য চিটাগাং চেম্বারের সহায়তা প্রয়োজন। চট্টগ্রামে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঐতিহ্যবাহী এ চেম্বারের সঙ্গে বৈঠক করে ব্যাংকের পক্ষ থেকে ব্যবসায়ীদের একটি তালিকাও চাওয়া হবে। এটি করা গেলে ফের আগের ঐতিহ্য ফিরে আসবে বন্দরনগরীতে।
রোববার চট্টগ্রামে ফিশিং ভেসেল ইউরোস্টার-২-এর উদ্বোধনী  অনুষ্ঠানে এসব কথা বলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ।
মাঝিরঘাট নৌবন্দরে টিএইচ ফিশিং কোম্পানির মালিকানাধীন এ ফিশিং ভেসেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মো. হেলাল উদ্দিন চৌধুরী।
চিটাগাং চেম্বারের পক্ষে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এমএ ছালাম, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সাবেক চেয়ারম্যান ও পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জব্বার চৌধুরী, এফবিসিসিআইর সাবেক সহসভাপতি এরশাদ উল্লাহ, এফবিসিসিআইর সাবেক পরিচালক নুরুল হক, এমএ সালাম, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোরশেদ মুরাদ ইব্রাহিম  প্রমুখ।
এ. কে. আজাদ বলেন, বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেশি হওয়ার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন না। তাই বাণিজ্যিক ব্যাংকের সুদের হার কমাতে হলে সরকারকে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং এ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ফিশিং ভেসেলে অর্থ বিনিয়োগ করা আমাদের মতো দেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা; কিন্তু মালদ্বীপের মতো দেশে এ ধরনের বিনিয়োগের মাধ্যমে সমুদ্রের তলদেশের সম্পদকে কাজে লাগানো হচ্ছে। আমরা সমুদ্রসীমা জয় করে যে পরিমাণ সম্পদের মালিকানা পেয়েছি, সে সম্পদকে কাজে লাগাতে ফিশিং ভেসেলের মতো ব্যবসায়ে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে আমাদের দেশের ব্যবসায়ীরাও লাভবান হতে পারবেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সবকিছু এখন ঢাকামুখী হওয়ার কারণে ক্রমেই পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করতে হলে সুদের হার কমিয়ে এগিয়ে আসতে হবে বাণিজ্যিক ব্যাংককে। দিতে হবে বিনিয়োগের সুযোগ।
ইউরোস্টার-২ ফিশিং ট্রলারের অন্যতম স্বত্বাধিকারী হেলাল উদ্দিন চৌধুরী তুফান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ২০০ টন মাছ ধরার ক্ষমতাসম্পন্ন এ ফিশিং ট্রলারে। এতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ‘সোনার’। এর মাধ্যমে সাগরের পাঁচ হাজার কিলোমিটারের কোথায় কি মাছ রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে জানা যায়। দেশে প্রায় ২০০ ট্রলার সাগরে মাছ ধরলেও এমন ‘সোনার’ প্রযুক্তি রয়েছে মাত্র ছয়টিতে।
প্রসঙ্গত, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের ওয়াসা মোড় শাখার ২১ কোটি ৩০ লাখ টাকার  অর্থায়নে ফিশিং ভেসেল ইউরোস্টার-২ কেনা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button