অর্থনীতিতে নোবেল পেলেন ফ্রান্সের জ্যঁ তিরোল

Nobelএবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ফরাসি অধ্যাপক জ্যঁ তিরোল। বাজার অর্থনীতি নিয়ে তার গুরুত্বপূর্ণ মতবাদের জন্য এ সম্মান দেয়া হয়।
নোবেল কমিটি সোমবার অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা করে। নোবেল প্রাইজের নিজস্ব ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।১৯৫৩ সালে ফ্রান্সের ট্রয়েসে জন্ম নেয়া তিরোল ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন।
‘বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ’ বিষয়ে বিশ্লেষণের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে নোবেল প্রদান কমিটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়।
অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়ার প্রচলন হয় প্রথম ১৯৬৯ সালে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। আর পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে সুইডেনের রয়্যাল একাডেমী অফ সায়েন্স।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button