ফিলিস্তিনকে অবশ্যই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : স্কটল্যান্ড
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে লন্ডনে দেশটির দূতাবাস খোলার অনুমতি প্রদানের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী হামজা ইউসুফ বলেন, ফিলিস্তনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যে তাদের নিজস্ব দূতাবাস খোলার সুযোগ দেয়া উচিত।
সোমবার হাউস অব কমন্সে ফিলিস্তিনকে স্বীকৃতিদান নিয়ে প্রস্তাবের ওপর আলোচনার আগে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্যের মধ্যে ১৩৪ দেশ ফিলিস্তিনকে কূটনীতিক সমর্থন প্রদান করেছে।
ব্রিটিশ পররাষ্টমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে লেখা এক চিঠিতে ইউসুফ বলেন, স্কটিশ সরকার স্কটল্যান্ডে ফিলিস্তিনি কনস্যুলেট খোলার বিষয়টি সমর্থন করে এবং যুক্তরাজ্যে ফিলিস্তিনি দূতাবাস প্রতিষ্ঠার পক্ষে।
ইউসুফ বলেন, স্কটল্যান্ড সরকার ইসরাইল ও ফিলিস্তিনি- দুই রাষ্ট্র সমাধানের পক্ষে। আমরা চাই ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করুক। আমরা যুক্তরাজ্যে ফিলিস্তিন প্রতিনিধিত্বকে দূতাবাস মর্যাদায় উন্নীত করার আহ্বান জানাই।