ঝাড়ু নিয়ে রাস্তায় সিলেটের মেয়র
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথেই হাঁটছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি মোদির মত ঝাড়ু হাতে নিলেন। দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সম্প্রতি নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পড়েন।
মঙ্গলবার সকালে মাছিমপুর মনিপুরী পাড়ায় রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের পর রাস্তার আবর্জনা পরিষ্কার করতে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়েন। মেয়রের আহবানে সাড়া দিয়ে স্থানীয় কাউন্সিলর মুশতাক আহমদও ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে থাকেন।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর সত্রে জানা যায়, মাছিমপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকায় শৈল্পিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
জায়গাটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাছিমপুরে মূল সড়কে ঢোকেন। মূল সড়কের সঙ্গে সংযুক্ত গলিপথের দুই পাশে বাজার দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন মেয়র।
গাড়ি থেকে নেমেই কাউন্সিলর মুশতাক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অবৈধ বাজার সরিয়ে নেয়ার অভিযানে নামেন। বাজার উচ্ছেদের পর রাস্তার ওপর পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে তিনি মনিপুরী একটি বাসা থেকে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে থাকেন। মেয়রকে ঝাড়ু হাতে দেখে মনিপুরী সম্প্রদায়ের শত শত মানুষ সেখানে জড়ো হন।
স্থানীয় লোকজন বলেন, এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। এ দুর্ভোগ অবসান হওয়া জরুরি। মেয়র উদ্যোগে এলাকাবাসী খুশি। মেয়রের ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করা দেখে এলাকাবাসী অবাক হয়ে যায়।
এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রকৌশলীদের নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি দেখতে এসেছিলাম। কিন্তু পথিমধ্যে মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, এ বাজারের কারণে অনেক অসুবিধা পোহাচ্ছেন এলাকাবাসী। তাই ব্যবস্থা নিয়েছি।