লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
হজ, তবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
আদালতে হাজি না হওয়ায় এ দিন মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে কটূক্তি করায় দেশ-বিদেশে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র এ নিয়ে তোলপাড় শুরু হয়। তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত ও গ্রেফতার করে বিচারের দাবি জানায় বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো। এ ছাড়া বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একডজনেরও বেশি মামলা দায়ের করা হয়।