বিলাতি ডাক্তারের কাণ্ড
উইনি হিলের বয়স ৮৮। এই বয়সে অনেক কিছুই মনে রাখতে পারছিলেন না। গেলেন ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, তিনি স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত। সার্বক্ষণিক চিকিৎসা নিতে হবে। এ জন্য দরকার বিপুল টাকা। কোথায় পাবেন? বাড়িটা বিক্রি করলেন, ওঠলেন ডাক্তারের সুপারিশে বিশেষায়িত হাসপাতালে। তারপর? ১৮ মাস চিকিৎসার পর জানা গেল, তার কিচ্ছু হয়নি। এই হলো ইংল্যান্ডের এক চিকিৎসকের কীর্তি।
ওই নারী এখন কিন্তু ভালো আছেন। আগের চেয়ে সুখি। আর যে ১৮ মাস হাসপাতালে ছিলেন, সেটাকে তিনি বলেছেন ‘কারাবাস’ হিসেবে।
ঘটনাটির শুরু ২০১৩ সালের শুরুতে। উইনির মেয়ে ক্যাথেরিন হিকস জানিয়েছেন, তারা চিকিৎসকের কথা সরল মনেই বিশ্বাস করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়াতেও তেমন কোনো পরিবর্তন না হওয়ায় তিনি দ্বিতীয় এক চিকিৎসকের সাহায্য নেয়ার প্রয়োজন অনুভব করলেন। তিনিই পরীক্ষা করে জানালেন, তার মায়ের কোনো রোগ নেই। যেটা আছে, সেটা এই বয়সে হতেই পারে। -ডেইলি মেইল।