লন্ডনের পার্কে ধুমপান নিষিদ্ধ হচ্ছে
ব্রিটেনের রাজধানীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর স্থান হিসাবে গড়ে তুলতে লন্ডনের পার্কে ধুমপান নিষিদ্ধ করার জন্য গঠিত কমিশন মেয়র বরিস জনসনের প্রতি সুপারিশ করেছে।
দ্য গার্ডিয়ান জানায় এই পরিকল্পনার আওতায় মেয়র বরিস জনসন ট্রাফালগার স্কয়ার ও পার্লামেন্ট স্কয়ারে ধুমপান নিষিদ্ধ করে আইন প্রণয়ন করতে তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
২০০৭ সালে ক্লাব, রেষ্টুরেন্টের মতো জনসমাগমস্থলে ধুমপান নিষিদ্ধ করা হয়। তবে ব্রিটেনে এবারই প্রকাশ্য স্থানে ধুমপান নিষিদ্ধ হচ্ছে।
২০১৩ সালে জনসন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রখ্যাত চিকিৎসক লর্ড দার্জির নেতৃত্বে লন্ডন হেলথ কমিশন গঠন করেন। রাজধানীর প্রায় ১.২ মিলিয়ন ধুমপায়িকে এই অভ্যাস ত্যাগে সাহার্য করার জন্য এই কমিশনকে সুপারিশ করার আহ্বান জানানো হয়। কমিশন মেয়রকে এই ব্যাপারে সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে কার্যকর সুপারিশ পেশ করেন।