ব্রিটেনের ওপর ক্ষুব্ধ ইসরাইল
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় ব্রিটেনের ওপর ক্ষুব্ধ হয়েছে ইহুদিবাদী ইসরাইল। বর্ণবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তার ভাষায় বলেছে, ব্রিটিশ সংসদ ভোট দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সত্যিকার শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে, ইসরাইলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু গোল্ড বলেছেন, ব্রিটেন ও সারা বিশ্বের জনমত এখন ইসরাইলের বিরুদ্ধে চলে গেছে। গাজা উপত্যকায় সাম্প্রতিক ৫০ দিনের বর্বর ইসরাইলি আগ্রাসনের কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তার দেশের সংসদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পক্ষে যে ভোটাভুটি হয়েছে তা অনেক তাৎপর্যপূর্ণ। কারণ এর মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রতি নেতিবাচক ধারণা প্রকাশ পেয়েছে। এতে ইসরাইলের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলেও মন্তব্য করেন ব্রিটিশ রাষ্ট্রদূত।