আল আকসায় কড়া অবরোধ : বাড়ছে উত্তেজনা
পবিত্র মসজিদ আল আকসায় অবরোধ আরো কড়াকড়ি করেছে ইসরাইলি সেনারা। এক সপ্তাহব্যাপী ইহুদিদের সুকোট উৎসব উপলক্ষ্যে মসজিদ প্রাঙনে সেনা প্রহরা বাড়ানো হয়েছে বলে জানায় মিডল ইস্ট মনিটর।
ইহুদিদের সপ্তাহব্যাপী এ উৎসব শেষ হয় বুধবার। পুরো সপ্তাহে আল আকসায় শত শত কট্টর ইহুদিদের আনাগোনা ছিলো। কিন্তু কোনো ফিলিস্তিনীকে সেখানে প্রবেশ করতে দেয়া হয় নি। এ নিয়ে ফিলিস্তিনী মুসলমানদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।
বুধবার ৫০ ফিলিস্তিনী আল আকসা প্রাঙনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ ফিলিস্তিনী এবং তিন ইসরাইলি পুলিশ আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জনায় মিডলইস্ট আই।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ট বলেন, ফিলিস্তিনীরা পাথর ছুঁড়ে তিন ইসরাইলিকে আহত করেছে।
ফিলিস্তিনের তথ্য মন্ত্রণালয় জানায়, ৬ মাস আগে দখলদাররা পুলিশ দিয়ে আল আকসা থেকে ৩০০ ফিলিস্তিনীকে বের করে দেয়।
মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা। এটি সংঘাতপূর্ণ প্রাচীন শহর জেরুসালেমের প্রাণকেন্দ্রে অবস্থিত। বর্তমানে এ পবিত্র মসজিদটি ইসরাইলের দখলে রেয়েছে।